বিনোদন ডেস্ক
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে বাংলাদেশি ৮ সিনেমা
ফাইল ছবি
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে শনিবার (১৬ জানুয়ারি)। ১৯তম এ আসরে দেখা যাবে ৮টি পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র।
এবারের আসরে রফিকুল আনোয়ার রাসেলের ‘অ্যা মেন্ডোলিন ইন এক্সাইল’, সাদাত হোসেনের ‘গহীনের গান’, ফাখরুল আরেফীনের ‘গণ্ডি’, পারভেজ আমিনের ‘জোয়ার’, মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’, আফজাল হোসেনের ‘সুবর্ণ রেখা’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও শেখ আল মামুনের ‘হোয়াই নট’ দেখানো হবে।
নয় দিনের এ আয়োজনে এবার বিশ্বের ৭৩টি দেশের ২২৫টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রগুলো দেখানো হবে।
আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ জানায়, বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে উৎসবে এবারই প্রথম যুক্ত হচ্ছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দি ওয়ার্ল্ড’ ও ‘ট্রিবিউট’ নামে আরো দু’টি নতুন বিভাগ।
করোনার কারণে বিদেশি জুরি, নির্মাতারা উপস্থিত না থাকলেও দেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন। আর এই উৎসবেই ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে দেশের মোট আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
এছাড়া উৎসবের উদ্বোধনী ছবি ছিলো ‘স্প্রিং ব্লোসম’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুজান্না লিনডন। ২০২০ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ‘স্প্রিং ব্লোসম’।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে