বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৩৫, ১৯ জানুয়ারি ২০২১
মৌমাছির আক্রমণে জ্ঞান হারালেন অভিনেতা
অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য
মানিকগঞ্জের বেথিলা জমিদার বাড়িতে একটি নাটকের শুটিং সেটে মৌমাছির আক্রমণের শিকার হয়েছে শুটিং ইউনিট। এ সময় শুটিং ইউনিটের অভিনয়শিল্পী, ক্যামেরাম্যান, ক্রুসহ ১৭ জন আক্রমণের শিকার হন।
অভিনেতা-নির্মাতা মিলন ভট্টাচার্য মৌমাছির কামড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আনুমানিক চার শতাধিক মৌমাছি তাকে কামড়ে ছিল। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল ‘জমিদার বাড়ি’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। মানিকগঞ্জের বেথিলা জমিদার বাড়িতে এর দৃশ্যধারণের কাজ করছেন তিনি। সোমবার সকাল ১০টার দিকে জমিদার বাড়ির পাশে বাঁশঝাড়ে দৃশ্যধারণের কাজ শুরু হয়। দুটি দৃশ্যের পর হঠাৎ মৌমাছি আক্রমণ করে। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ হয়ে যায়। লাইট, ক্যামেরা ফেলে উপস্থিত সবাই ওই স্থান ত্যাগ করেন।
এ সময় অভিনেতা মিলনের পরনে ছিল লাল ধুতি-পাঞ্জাবি। আর তার মধ্যে ঢুকে পড়ে মৌমাছির দল। মৌমাছির কামড়ে একসময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তবে মিলন এখন কিছুটা ভালো আছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে মিলন ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন- যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ব্যাখ্যা করার মতো না। সবার দোয়া আছে বলে আমি ফিরে আসতে পেরেছি।
গতকাল রাত ১১টার দিকে হাসপাতাল থেকে গেস্ট হাউজে ফিরেন মিলন। বিপদ কেটে গেলেও শরীরে অনেক ব্যথ্যা অনুভব করছেন তিনি। সারা শরীর ফুলে গেছে। কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এই অভিনেতা।
সবার কাছে দোয়া প্রার্থনা করে মিলিন ভট্টাচার্য বলেন- এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পেয়ে অনেকের মাঝে অস্থিরতা কাজ করছে। এত মানুষের ভালোবাসা পেয়ে সত্যি অভিভূত। সবাই দোয়া করবেন। আশা করছি, দুই তিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে