বিনোদন ডেস্ক
সায়নীর ঢাল হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সায়নী ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি অভিনেত্রী সায়নী ঘোষ এবং প্রবীণ বিজেপি নেতা তথা আসাম ও ত্রিপুরার সাবেক রাজ্যপাল তথাগত রায়ের টুইট যুদ্ধ এবং আইনি লড়াই নিয়ে বিভক্ত কলকাতার রাজনৈতিক ও শিল্পীমহল। এমন পরিস্থিতিতে সায়নীর ঢাল হয়ে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নায়িকার বাক স্বাধীনতার পক্ষ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার পুরুলিয়ায় নায়িকা-নেত্রী শতাব্দী রায়কে নিয়ে সভা করেন মমতা। সেখানেই বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘‘সায়নী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে। তাকে ধমকানো হচ্ছে। চমকানো হচ্ছে। আজ সকালেও শুনলাম তাকে ধমকাচ্ছে বিজেপি। এত বড় ক্ষমতা ওদের!’’
সমস্ত ধমকানো-চমকানো বিজেপি অন্য রাজ্যের জন্য তুলে রাখুক, বাংলায় এ সব চলবে না বলেও গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, ‘‘দিল্লিতে গিয়ে ধমকাও, উত্তরপ্রদেশে গিয়ে ধমকাও, বিহারে গিয়ে ধমকাও। বাংলায় ধমকানোর আশা আসে কোত্থেকে? এখানে ধমকালে বাংলার মানুষ লিউকোপ্লাস্টার দিয়ে মুখ বন্ধ করে দেবে। অত সহজ নয়। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে টালিগঞ্জের গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও।’’
নাম না করে তথাগতকেও একহাত নেন মমতা। তার কথায়, ‘‘বয়স হয়ে গেছে। তবুও ভীমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে প্রতিদিন হুমকি দিচ্ছে। কেন? তার কি স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই?’’
উল্লেখয বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী সায়নী ঘোষ এবং তথাগত রায়ের মধ্যে টুইটার যুদ্ধ চলছে। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তথাগত।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে