বিনোদন ডেস্ক
শতভাগ আসন ভর্তি করে সিনেমা হল চালুর অনুমতি দিল ভারত
ফাইল ছবি
ভারতের সব সিনেমা হলে ১ ফেব্রুয়ারি থেকে ১০০ শতাংশ আসন ভর্তি করে সিনেমা দেখানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার। শনিবার একটি নির্দেশনামা জারি করে বলা হয়- যে কোনো সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সে ১০০ ভাগ আসন পূর্ণ করা যাবে।
স্থানীয় গণমাধ্যম বলছে, গত অক্টোবরে খোলার পর থেকে এই প্রথম সম্পূর্ণ দর্শক নিয়ে হল চালাতে পারবেন মালিকরা। তারা আশা করছেন, এর ফলে লকডাউনের ক্ষতি হয়ত কিছুটা হলেও মিটতে শুরু করবে।
তবে কেন্দ্রের তরফে একসারি বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, শো-টাইম নির্দিষ্ট সময়ের দূরত্বে রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব। টিকিট কাটার সময় যাতে হুড়োহুড়ি না হয় খেয়াল রাখতে হবে সে দিকেও। পাশাপাশি, যত সম্ভব ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেন করতে হবে।
গত বছরের মার্চের দিকে দেশটির সরকার লকডাউন ঘোষণার পরেই বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। অক্টোবরে আংশিক দর্শক নিয়ে সিনেমা হল খোলার বিষয়ে অনুমতি দেওয়া হয়। এখন ভারতে করোনা সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। সেই কারণে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবই।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে