বিনোদন ডেস্ক
তরুণ নৃত্য পরিচালক সুমন রহমান মারা গেছেন
সুমন রহমান
তরুণ নৃত্য পরিচালক সুমন রহমান মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
জানা যায়, গত বছরের অক্টোবরে সুমন রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থও হয়ে ওঠেন। এরমধ্যে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। কিডনির ব্যথা সহ্য করেই সুমন কাজ করে যাচ্ছিলেন।
শনিবার (৩০ জানুয়ারি) তার পেট খারাপ হয়। প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সেলাইন খেয়ে তা কমানোর চেষ্টা করছিলেন। এদিন মধ্য রাতে বাসা থেকে হাসপাতালে নেয়ার সময়ই তিনি মারা যান।
সুমন রহমানের কোরিওগ্রাফিতে সর্বশেষ মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। এই নির্মাতা বলেন, আমার প্রথম সিনেমাটা ওর সঙ্গে করা, সেজন্য কষ্টটা একটু বেশি হচ্ছে। এমন মেধাবী তরুণ এত দ্রুত ঝরে যাবে, মানতে কষ্ট হয়।
বিশ্বসুন্দরী’ ছাড়াও সুমন রহমান নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’ ও ‘তারকাঁটা’, অনন্য মামুনের ‘নবাব এলএলবি’সহ অসংখ্য টিভিসি ও মিউজিক ভিডিওতে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে