বিনোদন ডেস্ক
বোকা, চুপ করে বসো- রিয়ান্নাকে কঙ্গনা
রিয়ান্না ও কঙ্গনা
ভারতের নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়ালেন রিয়ান্না। বিক্ষোভের ছবি ওঠে এসেছে জনপ্রিয় পপস্টারের টুইটার হ্যান্ডেলে। সেই সঙ্গে রয়েছে সংক্ষিপ্ত বার্তাও।
বিষয়টি মানতে পারছেন কঙ্গনা রনৌত। রিয়ান্নার টুইট নিয়ে পাল্টা আসরে নেমেছেন বলিউড অভিনেত্রী।
মঙ্গলবার কিছুটা চমক দিয়েই রিয়ান্না ভারতে কৃষকদের বিক্ষোভ নিয়ে সিএনএনের খবরের একটি লিংক টুইটারে পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, “কেন আমরা এই বিষয়ে কথা বলছি না?”
ছবি ও খবরের লিংকের মাধ্যমে ওই পপস্টার স্পষ্টতই তুলে ধরেছেন কৃষক বিক্ষোভের পরিস্থিতি। ভারতে ঘটে চলা কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি। একই সঙ্গে ওই বিক্ষোভকারীদের সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন পোস্টে।
রিয়ান্নার এই টুইট প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই তা টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০ কোটি অনুরাগীদের কাছে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ওই টুইট। যা নজর এড়ায়নি কঙ্গনারও। রিয়ান্নার টুইটের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
পাল্টা টুইটে লিখেছেন, “কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, জঙ্গি যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি করতে পারে। যেমন আমেরিকায় হয়েছে।”
টুইটের শেষাংশে কঙ্গনার কড়া বার্তা, “বোকা, চুপ করে বসো। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না।”
অবশ্য কঙ্গনার টুইট নিয়ে রিয়ান্নার কোনো প্রতিক্রিয়া আসেনি।
শুধু ভারতের কৃষক বিক্ষোভই নয়, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদেও এ দিন টুইট করেছেন রিয়ান্না। মিয়ানমারের সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলকে এগিয়ে যাওয়ার অনুরোধও করেছেন তিনি। এর আগে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে