বিনোদন ডেস্ক
এবার ঢাকাই সিনেমায় পা রাখছেন সাউথের কবির দুহান
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক অভিনেতা কবির দুহান সিং। বলিউডের সব নামি দামী একশন মুভিতে দেখা যায় এই অভিনেতাকে। আশ্চর্যের ব্যাপার হলো জনপ্রিয় এই সাউথি অভিনেতাকে দেখা যেতে পারে ঢাকাই সিনেমায়ও! এক টুইটে এমন বার্তা দিয়েছেন দুহান নিজেই।
সোমবার এক টুইটে তিনি বলেন, “নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি আমার গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করছি।”
নিজের অভিনীত চলচ্চিত্র সম্পর্কে জানালেও ছবির নাম উল্লেখ করেননি কবির। এমনকি ঢাকার কোনো নির্মাতা এ বিষয়ে মুখে খোলেননি।
আরও জানান, এটি তার অভিনীত ৪০তম চলচ্চিত্র হতে যাচ্ছে, তবে ঢাকাই সিনেমা হিসেবে প্রথম। ‘কবির৪০’ হ্যাশট্যাগ নিয়ে তিনি সবার আশীর্বাদও চেয়েছেন।
২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের। পরবর্তীতে খল অভিনেতা হিসেবে তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি তামিল ও কন্নড় ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে কিক-২, ভেদালাম, ডিক্টেটর ও সরদার গাব্বার সিং।
কবির বাংলাদেশি দর্শকদের কাছেও পরিচিত মুখ। তার টুইট পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশ থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
আইনিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে