বিনোদন ডেস্ক
৭০ কোটি রুপিতে বিক্রি হলো আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবির পোস্টার
মুক্তির আগেই ওটিটি প্ল্যাটফর্মের জন্য বিক্রি হয়ে গেছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’। ছবিটির পরিচালক সঞ্জয় লীলা বানসালি ৭০ কোটি রুপিতে ওটিটিতে এর স্বত্ব বিক্রির চুক্তি করে দিয়েছেন। তবে কোন ওটিটিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ দেখানো হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
করোনার এই কালে যেকোনো সিনেমার জন্য আয়ের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু ছবি মুক্তির আগেই আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ এত চড়া দামে বিক্রিতে অনেকেই অবাক। কেউ কেউ বিষয়টিকে সিনেমার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, তারকা অভিনয়শিল্পীদের অংশগ্রহণ এবং সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা থাকায় এত চড়া দাম পেল সিনেমাটি।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ নির্মিত হয়েছে গাঙ্গুবাই কোঠেওয়ালির জীবনীর ওপর। যিনি ছিলেন মুম্বাইয়ের কামাঠিপুরার যৌনপল্লির প্রধান। এই প্রধান চরিত্রটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট। অতিথি চরিত্রে আছেন অজয় দেবগন, ইমরান হাশমি ও হুমা কুরেশি। ভারতীয় সাংবাদিক হুসাইন জাইদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ বইয়ে গাঙ্গুবাইকে নিয়ে লেখা হয়েছে। সেটিরই অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ছবিটি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে