বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২১
রোহিতের টুইটে কঙ্গনার আক্রমণাত্মক জবাব, মুছে ফেলল কর্তৃপক্ষ
রোহিত শর্মা ও কঙ্গনা রানাউত
ভারতের বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করেছেন অনেক তারকাই। গত বুধবার থেকে এই বিষয়ে একের পর এক ক্রিকেটার টুইট করেছেন। সেই তালিকায় ছিলেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মাও। তবে সেই টুইটের আক্রমণাত্মক জবাব দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। যদিও তার সেই জবাব মুছে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ।
বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে টুইট করেছিলেন রোহিত শর্মা। লিখেছিলেন, ‘যখনই আমরা এক হয়ে দাঁড়িয়েছি, ভারত শক্তিশালী হয়েছে। এই মুহূর্তে সবথেকে বেশি দরকার হল একটা সমাধান। দেশের উন্নতির জন্য কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমি নিশ্চিত সমাধান বের করতেও প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকাই নেবেন।’
বৃহস্পতিবার সকাল ১০টা ২৩মিনিটে এটিই রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘কেন এই ক্রিকেটাররা ধোবি কা কুত্তা, না ঘরকা না ঘাটকার মতো চেঁচাচ্ছেন? যে আইনটা তাদের জন্য ভালো, তাহলে কেন কৃষকরা তার বিরোধিতা করছেন? যারা এত ঝামেলা করছেন, তারা জঙ্গি। সেটা বল না, এত ভয় পাচ্ছ কেন?’
এর কিছুক্ষণ পরে এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, ‘টুইটারের আইন লঙ্ঘন করায় এই টুইট তুলে নেয়া হল।’ শুধু এটিই নয়, বৃহস্পতিবার সকাল থেকেই কঙ্গনার একাধিক টুইট বিধিভঙ্গের অভিযোগে তুলে নেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে