বিনোদন ডেস্ক
আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সন্দীপ নাহার
সুশান্তের সাথে সন্দীপ
আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সন্দীপ নাহার। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।
প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে দেখা গিয়েছিল সন্দীপকে। অক্ষয় কুমারের ‘কেসরি’তেও দেখা যায় তাকে।
সোমবার রাতে অভিনেতার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্দীপকে। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগে সন্দীপের ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভ করা হয়। অভিনেতা নিজেই ভিডিওটিকে ‘সুইসাইড নোট’ বলে দাবি করেছেন।
ভিডিও থেকে জানা যায়, সন্দীপ মানসিক সমস্যায় ভুগছিলেন। পেশাগত ও পারিবারিক জটিলতার কথাও বলা হয়েছে ওই লাইভে।
ভিডিওতে সন্দীপ বলেন, ‘‘আমি অনেক চেষ্টা করেছি। জানি যে আত্মহত্যা করা অনুচিত। কিন্তু আর পারলাম না। আমার মৃত্যুর পরে দয়া করে আমার পরিবারকে হেনস্তা করবেন না।’’
ভিডিওতে নিজের স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলার কথাও বলেছেন তিনি। জানান, তারা দুই মেরুর মানুষ বলে মিল হতো না। শাশুড়িকে নিয়েও অভিযোগ করেছেন অভিনেতা। বলেছেন, অনেক চেষ্টা করেও দাম্পত্যে শান্তি আনতে পারেননি। মুম্বাইয়ে থাকাকালীন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে শেষ কয়েকটা দিন একটু বেশিই ঝড় বয়ে গেছে। তার থেকেই মুক্তি চান বলে দাবি করেছেন সন্দীপ।
শেষে বলেন, ‘‘আমার স্ত্রীকে কেউ কিছু বলবেন না। তবে পারলে তার মাথার চিকিৎসা করাবেন।’’
সন্দীপের বন্ধু বলজিৎ জানিয়েছেন, সন্দীপ দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ে ছিলেন। কিন্তু কখনো নিজের পরিবারের সমস্যার কথা খোলসা করেননি বন্ধুদের কাছে।
প্রয়াত অভিনেতার পরিবার থাকে চণ্ডীগড়ে। সেখানেই তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে সৎকারের জন্য।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে