বিনোদন ডেস্ক
তারকাদের স্মরণে এটিএম শামসুজ্জামান
দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে দেশের চলচ্চিত্র অঙ্গণ। আবেগতাড়িত হয়ে অনেকেই স্মরণ করছেন প্রিয় এই অভিনেতাকে।
এক ফেসবুক স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী লিখেন-
শেষ পর্যন্ত সত্যটা হলো.....
এটিএম ভাই চলে গেলেন....
আর হলো না দেখা....
কত সময়, কত স্মৃতি....
আবেগ তাড়িত হচ্ছি খুব....
অপার শ্রদ্ধা.....
শান্তিতে থাকুন আপন মানুষ এ টি এম শামসুজ্জামান
শাকিব খান তার ফেসবুক পেজে লেখেন-
“বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তি এটিএম শামসুজ্জামান আংকেল। তিনিও বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।”
“চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন তিনি। তবে এতো সহজ মানুষ ছিলেন, যার সাথে সবকিছু অকপটে বলা যেত। সর্বদা সুপরামর্শ পেয়েছি এই গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আংকেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ। শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনে দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ। মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান!”
“নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা সব মাধ্যমে এটিএম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। অভিনেতা ছাড়াও ছিলেন একজন চমৎকার লেখক, পরিচালক, চিত্রনাট্যকার এবং কাহিনিকার। এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুষ্কর।”
সবশেষে শাকিব বলেন, “কাজে কিংবা কাজের বাইরে এই সহজ মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তাঁর প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এটিএম শামসুজ্জামান আংকেল…”
অভিনেতা রিয়াজ এটিএম শামসুজ্জামানকে স্মরণ করে বলেন-
‘আমাদের ইন্ডাস্ট্রিতে অসাধারণ একজন অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান। তূখোড় মেধাবী ও পরিশ্রমী। জানিনা কেন তিনি আমাকে খুব ভালোবাসতেন। তার প্রথম পরিচালিত সিনেমার নায়ক ছিলাম আমি। আজ এটা ভেবে অনেক আনন্দ পাচ্ছি, আবেগী হয়ে পড়ছি।
তার লেখা ‘মোল্লাবাড়ির বউ’ সিনেমাতেও আমি অভিনয় করেছি। কাজ করতে গিয়ে আমাদের মধ্যে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তিনি না থাকলেও এই সম্পর্কটা থেকে যাবে। আমি তাকে লালন করবো আমার মধ্যে।’
রিয়াজ বলেন, ‘খুব মিশুক ছিলেন। সবার সঙ্গেই মিশতে পারতেন। তার সঙ্গে শুটিংয়ে প্রচুর মজা করতাম। আমি কখনোই তাকে গোমড়া মুখে দেখিনি। জীবনে তিনি অনেক সংগ্রাম পাড়ি দিয়েছেন। অনেক সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। কিন্তু কোনোদিন সেইসব সমস্যার কোনো ছাপ তার চেহারা বা পেশায় পড়েনি।’
নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন-
এটিএম শামসুজ্জামান আংকেল কিছুক্ষন আগে সত্যি সত্যি আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন! পরপারে ভালো থেকেন আংকেল, প্রার্থনা।
আরিফিন শুভ লিখেছেন-
শান্তিতে থাকবেন এটিএম চাচা।
সিয়াম আহমেদ লিখেছেন-
এবার আর কোনো গুজব নয়! (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
আশনা হাবিব ভাবনা লিখেছেন-
মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে; তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব। স্বার্থের দিক এবং পরমার্থের দিক, বন্ধনের দিক এবং মুক্তির দিক, সীমার দিক এবং অনন্তের দিক এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে’ রবীন্দ্রনাথ ঠাকুর।
এটিএম আংকেল ভালো থাকুন। আপনার আদর সব-সময় পেয়েছি। শুটিংয়ের সময়গুলো মনে পড়ছে খুব।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে