বিনোদন ডেস্ক
অমিতাভের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
সংগৃহীত
মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে সম্প্রতি অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারকে হুঁশিয়ারির সুরে বলেছেন, পেট্রলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির মতো জাতীয় ইস্যুতে কেন্দ্রে ক্ষমতাসীন শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদের সুর না চড়ালে তাদের শুটিং বন্ধ করে দেওয়া হবে।
এমন পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের বাংলোর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, অস্থায়ীভাবে এই নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
নানা পাটোলের অভিযোগ, ইউপিএ জমানায় এ ধরনের ইস্যুতে প্রায়ই সরব হতে দেখা যেত বলিউড তারকাদের। অমিতাভ বচ্চনও বারকয়েক পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধিতে তৎকালীন সরকারকে দায়ী করে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি একেবারেই মৌন। তাই কংগ্রেস নেতার টার্গেটে বলিউড অভিনেতারা।
শুটিং বন্ধ করে দেওয়া হুঁশিয়ারিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে অমিতাভ বচ্চনের বাড়িতে। শনিবার থেকেই জুহুতে ‘জলসা’র সামনে পুলিশ আসতে শুরু করে।
স্থানীয় পুলিশ স্টেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা একটা সাময়িক সিদ্ধান্ত। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়তি নিরাপত্তারক্ষী রাখা হয়েছে অমিতাভের বাংলোর সামনে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে