Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

প্রকাশিত: ১২:৫৩, ২৮ আগস্ট ২০১৯
আপডেট: ১২:৫৩, ২৮ আগস্ট ২০১৯

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন খন্দকার আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: চাকরির মেয়াদ শেষে এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করছেন শফিউল আলম। তবে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন শফিউল আলম। তাই সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

বুধবার সচিবালয়ের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

এ সময় উপস্থিত বর্তমান মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়