বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১
প্রকাশ্যে ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার (ভিডিও)
‘অপারেশন সুন্দরবন’-এর একটি দৃশ্য
প্রকাশ্যে এলো দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এটি উন্মুক্ত করা হয়।
মূলত সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর গল্প এটি। দেড় মিনিটের টিজারে একের পর এক দৃশ্যে দেখা গেছে ঢাকার বড় তারকাদের, সঙ্গে বাহিনীটির অপারেশনের দৃশ্য।
রাজধানীর আর্মি গলফ ক্লাবে ছবিটির টিজার প্রকাশ ও ওয়েব সাইট উন্মোচন অনুষ্ঠান হয়। সেখান জানা গেছে ছবিটির মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে সামনের ঈদুল আজহায়।
পরিচালক দীপংকর দীপন বলেন, “অপারেশন সুন্দরবন’ মুভিটির মাধ্যমে র্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুমুক্ত। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। আগামী কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে।”
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান ও নুসরাত ফারিয়া। সিয়াম ও রোশান র্যাব কর্মকর্তার চরিত্রে আছেন। এ জন্য দুজন র্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। নুসরাত ফারিয়া অভিনয় করেছেন একজন বাঘ গবেষক হিসেবে।
‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।
মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরার একাধিক লোকেশনে ছবির শুটিং হয়েছে। এর মধ্যে আছে সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর ও মোংলা।
আরও অভিনয় করেছেন রিয়াজ, তাসকিন রহমান, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ ও মনোজ প্রামাণিক।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে