বিনোদন ডেস্ক
বিধানসভা নির্বাচনে একঝাঁক তারকাকে নিয়ে মাঠে নামছেন মমতা
বিধানসভা নির্বাচনে লড়াই করবেন একঝাঁক তারকা
আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে তৃণমূলের হয়ে লড়তে দেখা যাবে একঝাঁক তারকাকে।
নির্বাচনে ব্যারাকপুর আসনে প্রার্থী হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী, চণ্ডীপুর থেকে প্রার্থী হচ্ছেন অভিনেতা সোহম চক্রবর্তী, উত্তরপাড়ায় অভিনেতা কাঞ্চন মল্লিক, কৃষ্ণনগর উত্তরে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, এবং সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী দাঁড়াচ্ছেন রাজারহাট-গোপালপুর থেকে।
এছাড়া মেদিনীপুরে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী জুন মালিয়া, আসানসোল দক্ষিণ আসনে অভিনেত্রী সায়নী ঘোষ, বাঁকুড়ায় দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বারাসতে এবারও প্রার্থী হচ্ছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, ক্রিকেটার মনোজ তিওয়ারি দাঁড়াচ্ছেন শিবপুর আসন থেকে।
২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে ১৪টি আসনে দেওয়া হয়েছে তারকা প্রার্থী। বিশেষজ্ঞদের ধারণা এই কেন্দ্রগুলোতে তারকা প্রার্থীদের সাহায্যে মানুষের কাছাকাছি যেতে চাইছে তৃণমূল।
মমতা জানান, তিনি এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন। তৃতীয়বার সরকার গঠনের বিষয়ে আশা প্রকাশ করে মমতা বলেন, এই নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে