বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:০২, ৮ মার্চ ২০২১
আপডেট: ২৩:১৪, ৮ মার্চ ২০২১
আপডেট: ২৩:১৪, ৮ মার্চ ২০২১
চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন
শাহীন আলম
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন। সোমবার (৮ মার্চ) রাত ১০.০৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জায়েদ খান জানান, এখন তাকে হাসপাতালের আনুষ্ঠানিক সেরে গুলশানের বাসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জানাজা বা দাফন কখন হবে, সেটা এখনই বলতে পারছি না। পরিবারের সদস্যরা বসে সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ অপেক্ষা করতে হবে।’
জায়েদ খান আরও বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে শাহীন আলমের লাশ এফডিসিতে নেওয়া হবে কিনা সেটাও অনিশ্চিত। মূলত পরিবারের সদস্যরা চাচ্ছেন না। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়।’
চিত্রনায়ক শাহীন আলমের কিডনিজনিত অসুখ মারাত্মক আকার ধারণ করেছিল। গত সপ্তাহ থেকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার (৬ মার্চ) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই সোমবার রাতে শেষ নিঃশ্বাস ফেলেন তিনি।
১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাহিন আলম। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গেও কাজ করেছেন এই চিত্রনায়ক। দুই বাংলায় প্রশংসিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায়ও অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
শাহিন আলম ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিনসহ বহু সিনেমায় অভিনয় করেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
সর্বশেষ
জনপ্রিয়