বিনোদন ডেস্ক
অভিনেত্রী রোমানাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সংগৃহীত
মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তিন জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এই অভিনেত্রী সৌদি প্রবাসী এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।
স্বর্ণা ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন রোমানার মা আশরাফিল ইসলাম শেলী (৫৭) এবং তার ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান (২১)
শুক্রবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. দুলাল হোসেন আসামিদের হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
অপরদিকে আসামিদের আইনজীবী সৈয়দ মো. আকরাম হোসেন এবং অ্যাডভোকেট আবুল বাশার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ ও তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী রোমানা ইসলামকে।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা।
তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে। স্বর্ণার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এই সৌদি প্রবাসীর।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে