নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪৮, ১৯ মার্চ ২০২১
কুমার বিশ্বজিতের সুরে সমরজিতের `ভায়োলিনের শহর’
কিছুদিন আগে প্রকাশিত হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লার সুরে গাওয়া সমরজিৎ রায় এর ‘কিছু কিছু রাত’ শিরোনামের একটি মৌলিক গান। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার (২০ মার্চ) প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের এ প্রজন্মের গুণী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী সমরজিতের নতুন মৌলিক আরও একটি গান 'ভায়োলিনের শহর'।
এবারের গানটির সুর করেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান সামি। সঙ্গীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক রকেট মন্ডল ও সমরজিৎ রায়। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। অসাধারণ সুর এবং কথার এই গানটি সমরজিৎ রায় এর ইউটিউব চ্যানেলে (youtube.com/c/SamarjitRoyMusic) প্রকাশিত হবে ২০ মার্চ। এর আগে কুমার বিশ্বজিতের সুরে একটি দেশের গান গেয়েছিলেন সমরজিৎ।
শুদ্ধ সঙ্গীতের চর্চা থেকে আমাদের নতুন প্রজন্ম অনেকটাই দূরে। কারণ, অতি সহজলভ্যতা আমাদের ওপর ভর করেছে। যার ফলে চাকচিক্য দিয়ে অতি সহজে যত তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়া যায় সেটা নিয়েই যেন তারা ব্যস্ত।
‘ভায়োলিনের শহর’ শিরোনামের নতুন গানটি সম্পর্কে শিল্পী সমরজিৎ রায় বলেন- ‘দাদা আমার পরম শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত প্রিয় একজন মানুষ। শুধু গান নয়,বরং আমার জীবনের সুখ কিংবা কষ্টে নিজের দাদার মতোই তিনি আজীবন আমার পাশে ছায়ার মতো থাকেন, এটি আমার জীবনের বড়ো প্রাপ্তি। আর শাস্ত্রীয় সঙ্গীতের ওপর যতটুকু সামান্য শিক্ষা প্রাপ্তির সৌভাগ্য আমার হয়েছে, এতে এতটুকু বুঝি যে একজন কুমার বিশ্বজিৎ একদিনে সৃষ্টি হয়না, শাস্ত্রীয় সঙ্গীতের সমস্ত রসদ দাদার গানে খুঁজে পাই। তাই বলেই তাঁর গানের এতোটা ভক্ত আমি। আর সুরকার হিসেবে তিনি কতটা অনন্য তা আমাদের অজানা নয় এবং এই গানে সেটা শ্রোতারা আরো বেশি করে অনুভব করবেন। আমার পরম সৌভাগ্য যে দাদার সুরে গান আমি গাইতে পেরেছি। মিজানুর রহমান সামি আমার অত্যন্ত স্নেহের এবং এই প্রজন্মের গীতিকারদের মধ্যে আমার খুব পছন্দের একজন। গানের কথাগুলো খুবই চমৎকার। আশা করি গানটি সবারই ভালো লাগবে।’
শিল্পী কুমার বিশ্বজিতের সাথে সমরজিৎ রায়
শিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘যদিওবা সমরজিৎকে আমি আমার পরিবারের একজনই মনে করি, কিন্তু তার শিল্পীসত্ত্বা সম্পর্কে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। শুদ্ধ সঙ্গীতের চর্চা থেকে আমাদের নতুন প্রজন্ম অনেকটাই দূরে। কারণ, অতি সহজলভ্যতা আমাদের ওপর ভর করেছে। যার ফলে চাকচিক্য দিয়ে অতি সহজে যত তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়া যায় সেটা নিয়েই যেন তারা ব্যস্ত। কিন্তু যে কোন জিনিস শিখলে এবং জানলে তার গভীরে পৌঁছাতে সহজ হয়। না জেনে চললে বেশি দূর যাওয়া দুরূহ হয়ে যায়।’
কুমার বিশ্বজিৎ বলেন- ‘এ প্রজন্মের যারা শাস্ত্রীয় সঙ্গীতের ওপর দখল রেখে এবং সঙ্গীত সম্পর্কে জেনেশুনে এ দেশের সংগীতাঙ্গনে কাজ করছে এবং শুদ্ধ সঙ্গীত চর্চায় যারা নিজেকে নিয়োজিত রেখে আমাদের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করার দৃঢ় সংকল্পে আবদ্ধ হয়েছে আমি মনে করি তাদের মধ্যে সমরজিৎ অন্যতম। ওর জন্য এমন একটি গান ভাবছিলাম যেটার মধ্যে মিষ্টতাও থাকবে, আবার শাস্ত্রীয় ব্যাপারটাও বজায় থাকবে। আমি মনে করি আমার সুরের যথার্থ প্রয়োগ এবং সুবিচার সমরজিৎ এই গানটিতে করেছে। ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং দীর্ঘ জীবন কামনা করি। গানটি সবার ভালো লাগবে বলে আমি আশাবাদী।’
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে