বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৫১, ৩০ মার্চ ২০২১
‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ মুক্তি পাবে ১০০ সিনেমা হলে
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ আগামী ২ এপ্রিল মুক্তি পাবে। ছবির পরিচালক ও প্রযোজক সেলিম খান জানিয়েছেন, তাদের টার্গেট ১০০ সিনেমা হলে মুক্তি দেওয়ার।
সেলিম খান বলেন, আমরা ইতিমধ্যে ৫২টি সিনেমা হল বুকিং সম্পন্ন করেছি। কিন্তু আমাদের ইচ্ছে আছে কমপক্ষে ১০০ হলে মুক্তি দেওয়ার। যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ চলছে তাই এ চেষ্টা। আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি।
এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রকাশিত করা হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর ট্রেলার। যাতে উঠে এসেছে বঙ্গবন্ধুর শৈশব থেকে ভাষা আন্দোলন সময় পর্যন্ত গল্প। এসেছে স্কুল জীবনে তার রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদী ভূমিকার কথা।
জীবনীভিত্তিক ছবিটির শুটিং সম্পন্ন হয় গত বছর। ডিসেম্বরেই ছিল মুক্তির পরিকল্পনা। কিন্তু সেন্সর বোর্ডের অনুমতির জন্য আটকে যায়। কয়েক দিন আগে বোর্ড সদস্যরা কিছু কাটছাঁট সাপেক্ষে ছবিটিকে ছাড়পত্র দেন।
শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনী। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে