বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:১৭, ৩১ মার্চ ২০২১
ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ‘বাবা’
‘বাবা’ এর পোস্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’। সম্প্রতি ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মিউজিক্যাল ফিল্ম নির্বাচিত হয়েছে ফিল্মটি।
সিনেমার পরিচালক রেমন্ড সালোমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২০২০ সালের আগস্টে ৬ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’ ইউটিউবে মুক্তি দেয়া হয়।
তিনি গণমাধ্যমকে বলেন, আমার ইচ্ছা ছিল বাংলাদেশের শিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবেন। দেড় দশক ধরে দেশের শিল্পীদের সঙ্গে এসব নিয়ে আলোচনাও করেছি। এরপর নিজে পরিচালনার ওপর পড়াশোনা করি। অভিবাসন আইন পেশা ও শিক্ষার পাশাপাশি পরিচালনার ওপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছি। এখন আমি আমার পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অসাধারণ সব গল্প ও ইতিহাস পৃথিবীকে জানাতে চাই।
পরিচালক জানান, পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টির বেশি চলচ্চিত্র প্রদর্শনীতে গীতিচিত্র ‘বাবা’ জমা দেয়া হয়। সেখান থেকে এখন পর্যন্ত ১০টি সম্মাননা অর্জন করেছেন তিনি। তার আশাবাদ, সামনে হয়তো আরো কিছু পুরস্কার ঝুলিতে ভরতে পারবেন তিনি।
‘বাবা’ মিউজিক্যাল ফিল্মের পটভূমি
১৯৭৫ সালে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ছাড়া বঙ্গবন্ধুর পুরো পরিবারকে শেষ করা হয়েছিল সেই রাতে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এমন নিষ্ঠুরভাবে যাঁদের পরিবারকে হত্যা করা হলো, কেমন আছেন সেই সন্তানেরা? একজন বাবার অনুপস্থিতিতে শোকার্ত কন্যার বেড়ে ওঠার বেদনাদায়ক গল্প তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে