বিনোদন ডেস্ক
আপডেট: ১১:৫১, ৪ এপ্রিল ২০২১
সবার জন্য চাইনিজ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

চাইনিজ গানের ভিডিওতে হিরো আলম
হিরো আলম। একের পর এক গান গাইছেন। আর আসছেন আলোচনায়। এবারও তার ব্যতিক্রম নয়। বাংলা, ইংরেজি, হিন্দির পর এবার তিনি এসেছেন চাইনিজ গান নিয়ে। পূর্বের ধারাবাহিকতায় এই গানটিও ভাইরাল হয়েছে।
চীনের ভাষায় গানটি গাওয়ার পাশাপাশি এতে বাংলা ভাষার র্যাপ ব্যবহার করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) গানটি হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটি প্রকাশের পরই ট্রল আর সমালোচনায় ভাসিয়ে দেয়া হচ্ছে তাকে।
এর আগে নিজের গাওয়া গান 'ডিজে কালা' মিউজিক ভিডিওতে হিরো আলমকে কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের লুকে নাচতে দেখা গেছে।
তবে গত বছর হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম। এরপর নানা ধরনের গান, গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। তবে এক শ্রেণির নেটিজেনরা অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।
সোশ্যাল মিডিয়ায় মন্তব্য দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন। বলা যায় মন্তব্য ছুঁড়ে তোপের মুখে ফেলেছিলেন হিরো আলমকে। তবে আলম সেসবকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে।
আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপরে নানাভাবেই আলোচিত হতে থাকেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ