বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৫৬, ৪ এপ্রিল ২০২১
না ফেরার দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপা চট্টোপাধ্যায়
গত বছরের নভেম্বরে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুর সাড়ে ৪ মাস পর চলে গেলেন অভিনেতার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়।
রোববার (৪ এপ্রিল) ভোরে সল্টলেকের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সৌমিত্রের মেয়ে পৌলমী বসু বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, মূলত তার বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সব আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা। এছাড়াও ডায়াবেটিসে ভুগছিলেন ৪৫ বছর ধরে।
কিডনির সমস্যার কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপা চট্টোপাধ্যায়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীপা রেখে গেছেন দুই সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে।
১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার। সৌমিত্র চট্টোপাধ্যায়কে সবসময় দিয়েছেন সমর্থন। সৌমিত্রের সাফল্যের অন্যতম কান্ডারি তিনি, হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন দীপা চট্টোপাধ্যায়ও। গত নভেম্বরেই মারা যান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার চলে গেলেন তিনিও।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে