বিনোদন ডেস্ক
আপডেট: ২০:৪৭, ৫ এপ্রিল ২০২১
করোনার টিকা নিলেন শাকিব খান
টিকা নিচ্ছেন শাকিব খান। সংগৃহীত
করোনাভাইরাসের টিকা নিলেন শাকিব খান। সোমবার (৫ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।
টিকা নিয়ে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘আরও আগেই ভ্যাকসিন নিতে চেয়েছিলাম। কিন্তু লম্বা সময় ঢাকার বাইরে ছিলাম তাই নেয়া হয়নি। তাছাড়া শিগগিরই দেশের বাইরে যেতে হবে। এ জন্য ভ্যাকসিন নেওয়াটা অপরিহার্য হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, করোনার টিকা নেয়ার সময় মোটেও টের পাইনি। ভ্যাকসিনের অপেক্ষা করছিলাম এমন সময় কর্তব্যরত চিকিৎসক জানান ‘টিকা দেয়া শেষ’! এতো সহজ! অবাক হয়েছি। পরে হাসপাতালের পরিচালক মহোদয় পর্যবেক্ষণে রেখেছিলেন। সবকিছু স্বাভাবিক রয়েছে। এতো চমৎকার পরিবেশ ও সহজভাবে করোনার ভ্যাকসিন নিতে পারবো, তা ভাবেনি। হাসপাতালের কর্মকর্তারা খুবই আন্তরিকতার সঙ্গে ভ্যাকসিন দেওয়ার কাজটি সেরেছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’
সোহানী হোসেনের প্রযোজনায় 'অন্তরাত্মা' ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। শাকিব-দর্শনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ প্রমুখ।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে