বিনোদন ডেস্ক
আপডেট: ২১:২০, ৮ এপ্রিল ২০২১
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব
আকবর হোসেন পাঠান ফারুক
ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। যা শুনে ব্যথিত তার পরিবার এবং চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফারুক। গত ২১ মার্চ থেকে অচেতন অবস্থায় আইসিইউতে ছিলেন তিনি। কিন্তু বুধবার অভিনেতার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ জানিয়েছেন তার বাবা আগের থেকে অনেক ভালো আছেন।
বুধবার রোশন জানিয়েছিলেন, ‘আজ বিকেলের দিকে (বুধবার) আব্বু ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন। একই সঙ্গে হাতও নাড়িয়েছেন। ডাক্তাররা আশাবাদী হয়েছেন। আব্বুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে'।
কিন্তু এই কথা জানানোর একদিনের মাথায় তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, চিত্রনায়ক ও সংসদ ফারুক ভাই এর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কেউ অযথা গুজব ছড়াবেন না। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
ফারুকের ছেলে শরৎ বৃহস্পতিবার জানিয়েছেন, আগের থেকে আব্বুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি সাড়াও দিচ্ছেন। চোখ খুলেছেন। ভিডিওকলে অনেকবার ডাকার পর জবাবও দিয়েছেন। দয়া করে কেউ ভ্রান্ত তথ্য ছড়াবেন না।
গত ১৩ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চলছে ফারুকের চিকিৎসা।
উল্লেখ্য, ১৯৭১ সালে জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাইসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে