বিনোদন ডেস্ক
আপডেট: ০১:২৫, ১০ এপ্রিল ২০২১
বাস্তবে ধরা দিলো পরীমনির স্বপ্ন
পরীমনির সুন্দর চুল!
পরীমনি, ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা। রুপে-গুনে অনন্য তিনি। বিশেষ করে তার চুলের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ থাকেন সবাই। চুলের ব্যাপারে পরীমণি বেশ রক্ষণশীল।
ছোটবেলায় মাথার বেণি খুলে আয়নার সামনে দাঁড়িয়ে আপনমনে প্রায়শই মডেলিং করতেন। স্বপ্ন দেখতেন, বড় হয়ে টিভিতে দেখা সেই বিজ্ঞাপনটির মডেল হওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে ধরা দিলো পরীর জীবনে।
বৃহস্পতিবার দুপুরে পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, 'একটি সুপরিচিত চুলের তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে সত্যিই আনন্দিত।'
খোঁজ নিয়ে জানা গেলো হাঁস মার্কা গন্ধরাজ তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন পরীমনি। এই পণ্যের যাবতীয় প্রমোশনাল ইভেন্ট ও বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
পরী বলেন, ‘শুধু আমি নই। আমার তো মনে হয় বাংলার সকল নারীর মনেই বেঁচে আছে একটি চিরচেনা সাদা রাজহাঁস! মানে হাঁস মার্কা গন্ধরাজ তেলের কথা বলছি। ছোটবেলায় এই তেলটির ঘ্রাণ আর বিজ্ঞাপন- কি যে ভালো লাগতো! এখনও টিভি বা রেডিওতে এই নামটি কানে এলে ঘুরে তাকাই। স্মৃতিকাতর হই।’
এখন থেকে এই তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন পরীমনি। অংশ নেবেন বেশ ক’টি বিজ্ঞাপনচিত্রেও।
এদিকে করোনার কারণে আপাতত ঘরবন্দি আছেন এই নায়িকা। তবে গেল সপ্তাহে পরী ব্যস্ত ছিলেন ইফতেখার শুভ অনুদানের ছবি ‘মুখোশ’-এর শুটিংয়ে। একই সময়ে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’।
পরীমনি, ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা। রুপে-গুনে অনন্য তিনি। বিশেষ করে তার চুলের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ থাকেন সবাই। চুলের ব্যাপারে পরীমণি বেশ রক্ষণশীল।
ছোটবেলায় মাথার বেণি খুলে আয়নার সামনে দাঁড়িয়ে আপনমনে প্রায়শই মডেলিং করতেন। স্বপ্ন দেখতেন, বড় হয়ে টিভিতে দেখা সেই বিজ্ঞাপনটির মডেল হওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে ধরা দিলো পরীর জীবনে।
বৃহস্পতিবার দুপুরে পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, 'একটি সুপরিচিত চুলের তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে সত্যিই আনন্দিত।'
খোঁজ নিয়ে জানা গেলো হাঁস মার্কা গন্ধরাজ তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন পরীমনি। এই পণ্যের যাবতীয় প্রমোশনাল ইভেন্ট ও বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
পরী বলেন, ‘শুধু আমি নই। আমার তো মনে হয় বাংলার সকল নারীর মনেই বেঁচে আছে একটি চিরচেনা সাদা রাজহাঁস! মানে হাঁস মার্কা গন্ধরাজ তেলের কথা বলছি। ছোটবেলায় এই তেলটির ঘ্রাণ আর বিজ্ঞাপন- কি যে ভালো লাগতো! এখনও টিভি বা রেডিওতে এই নামটি কানে এলে ঘুরে তাকাই। স্মৃতিকাতর হই।’
এখন থেকে এই তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন পরীমনি। অংশ নেবেন বেশ ক’টি বিজ্ঞাপনচিত্রেও।
এদিকে করোনার কারণে আপাতত ঘরবন্দি আছেন এই নায়িকা। তবে গেল সপ্তাহে পরী ব্যস্ত ছিলেন ইফতেখার শুভ অনুদানের ছবি ‘মুখোশ’-এর শুটিংয়ে। একই সময়ে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে