বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:২০, ১১ এপ্রিল ২০২১
করোনা: ভেন্টিলেশন সাপোর্টে সংগীত পরিচালক ফরিদ আহমেদ
সংগীত পরিচালক ফরিদ আহমেদ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে তাকে।
১১ এপ্রিল রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয় তাকে। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নিতে হয়েছে।
ফরিদ আহমেদের সহকর্মী গীতিকবি ফরিদা ফারহানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এত দ্রুত স্যারের অবনতি ঘটবে তা আমরা ধারণাও করতে পারিনি। গতরাতে আইসিইউতে নেয়ার পর ক্রমশ অবনতি ঘটে। ভোর ৪টার দিকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় ফরিদ আহমেদকে।
এরমধ্যে তার স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনো উন্নতি হয়নি।
২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে