বিনোদন ডেস্ক
আপডেট: ১৭:৪৩, ১১ এপ্রিল ২০২১
বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত মিতা হক
মিতা হক
বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের ভাওয়াল স্কুল মাঠে মিতা হকের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিন বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেয়া হয় ছায়ানট প্রাঙ্গণে। সেখানে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উপস্থিত হয়েছিলেন।
এর আগে রোববার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিতা হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মিতা হকের মেয়ে ফারহিন খান জয়িতা জানান, গত ২৫ মার্চ মিতা হকের করোনা শনাক্ত হয়। প্রথমে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। পরে ৩১ মার্চ তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুস্থও হয়ে ওঠেছিলেন মিতা হক। ৯ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসায় বাসায় ফিরেন তিনি।
কিন্তু ১০ এপ্রিল সকালের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মিতা হক। এরপর তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে না ফেরার দেশে চলে যান তিনি।
জানা গেছে, মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগেও ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালো ছিলেন তিনি। কিন্তু এবার করোনায় আক্রান্ত হয়ে মানসিক ও শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে