বিনোদন ডেস্ক
আপডেট: ২৩:৫৬, ১৬ এপ্রিল ২০২১
সবাইকে কাঁদিয়ে পর্দা নামলো ব্যাচেলর পয়েন্টের
দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'। ছোট-বড় সব বয়সের মানুষের কাছেই এটা শুরু হওয়ার পরপরই প্রিয় ধারাবাহিকে পরিণত হয়। বিশাল এক ফ্যানবেস বানিয়ে পর্দা গুটিয়ে নিচ্ছে এই নাটক। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন নাটকের নির্মাতা কাজল আরেফিন।
কাজলের কাছে এটি শুধু ধারাবাহিক নাটকই ছিলো না, তিনি এই নাটকের চরিত্রগুলোর মধ্যে যেনো বসবাসও করতেন। তার এই একাগ্রতার ফলস্বরূপ আজ এর চরিত্র কাবিলা, শুভ, হাবু, পাশা, রোকেয়া দর্শকদের মাঝে বিপুলভাবে জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট হয়ে ওঠে কাজল আরেফিনের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ।
যখন উঠে যাচ্ছিলো এই ধারাবাহিকের পর্দা, কাহিনী শেষের পথে এসে পৌঁছায় তখন যেনো এর শুটিং এগুচ্ছিলোও না। শেষ দৃশ্যগুলো তাই মনমতো হয়নি নির্মাতার। সবার মন ছিলো ভারী, হাসির দৃশ্যেও সবাই চুপ থাকতেন।
নির্মাতা কাজল আরেফিন অমি
কাজল জানিয়েছেন, শেষ দৃশ্যে একে অন্যের কান্না থামাতে হয়েছে। সবার চোখেই ছিলো জল, কাঁদতে হয়েছে নিজেকেও। নাটকের শেষ পর্ব প্রচার হওয়ার পর থেকেই কমেন্ট, মেসেজে ভরে যাচ্ছিলো সোশ্যাল মিডিয়া। কেনো সবার প্রিয় ধারাবাহিক শেষ হয়েগেলো অভিযোগ ছিলো সকলেরই। আর ক্ষোভ ঝাড়তে গিয়ে অনেকে গালিও দিচ্ছেন, তারা চান চলতে থাকুক ব্যাচেলর পয়েন্ট। এসব কিছু আবেগী করে দিয়েছিলো কাজলকে।
নির্মাতা বলেন, নাটকটিকে শুধু নাটক বা ব্যবসা ভাবিনি, এটি ছিলো আমার জীবনের এক অংশ। আমার আবেগের জায়গা। শেষ দৃশ্যে শুটিং করতে তাই মন খুব খারাপ ছিলো, কষ্ট হয়েছে। পুরো টিমকে বিদায় জানাতে মন ভারী হয়ে গেছিলো। সবাই কাঁদছিলো, খারাপ লাগছিলো। সবাই একসাথে একটা পরিবারের মতো হয়ে গেছিলাম বলেই এই কান্না।
দীর্ঘদিন নাটকটির সাথে জড়িত থাকায় ক্যামেরার আড়ালে থেকেও কাজল আরেফিন পেয়েছেন দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তা। এই বিষয়ে তিনি বলেন, ক্যামেরার আড়ালে থাকায় আমাকে কেউ চেনার কথা না, কিন্তু যেখানেই আমি গেছি হাজার হাজার দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে। আজ শেষ দৃশ্যে প্রচারের পর অনেকে মামলা করবেন হুমকি দিচ্ছেন, কেনো আমি নাটকটি শেষ করলাম। এই নাটক তাদের দুঃখের সময়ে স্বস্তি দিয়েছে, তাতেই জন্মেছে ভালোবাসা।
'নাটকের চরিত্রগুলো ছিলো আমার সন্তানের মতো। তাদের ছেড়ে থাকতে হবে ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে। এই আবেগ ও কষ্টের কথা কাউকে বলে বোঝানো যাবে না।'
কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন কাজল আরেফিন।
দর্শকদের এতো চাওয়ার পরেও কেনো নাটকটি শেষ করে দেওয়া হলো জানতে চাইলে নির্মাতা জানান, চাইলে অনেক পর্বই সৃষ্টি করতে পারতাম। তবে খেয়াল রেখেছি কোনোওসময় যাতে ভালোবাসার এই নাটকটি কারও একঘেয়েমির কারণ না হয়। আর সে চ্যালেঞ্জ নিয়েই দর্শকদের ভালোবাসা ধরে রেখে নাটকটি শেষ করে দিয়েছি। আর তাতে মনে হচ্ছে আমি সফল, এজন্য কৃতজ্ঞতা দর্শকদের প্রতি।
উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট নাটকটি নির্মাতা ও অভিনেতাদের ক্যারিয়ারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কেননা এই নাটকটির একদম শুরু থেকেই এটি পেয়েছে দর্শকদের ভালোবাসা। তবে বিভিন্ন সময়ে এই নাটকটি আলোচনা-সমালোচনায় এলেও এটি দেশব্যাপী মাতিয়ে রেখেছিলো দর্শকদের। এর অভিনয়েও ছিলেন বিশেষ মেধাবী শিল্পীরা। উল্লেখযোগ্য হিসেবে নাম বলা যায় মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষি আলম, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ, ফারিয়া শাহরিন,পাভেল।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে