Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:২২, ১৭ এপ্রিল ২০২১

গার্ড অব অনার শেষে কবরীর শেষ ঠিকানা বনানী কবরস্থান

ফাইল ছবি

ফাইল ছবি

একসময় বাংলা চলচ্চিত্রে দাপট নিয়ে বেড়ানো সিনেমার 'মিষ্টি মেয়ে' দর্শকপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই হচ্ছিলো তার শারিরিক অবস্থার অবনতি, পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু বাঁচানো যায়নি কিংবদন্তী এই অভিনেত্রীকে। 

১৩ দিন করোনাভাইরাসের সাথে লড়াই করে পরাজয় মানতে হয়েছে এই অভিনেত্রীকে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে শাকের চিশতী।

মহামারি পরিস্থিতির কারণে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার বা এফডিসি নেওয়া সম্ভব হচ্ছে না অভিনেত্রী-নির্মাতা-নেতা কবরীর মরদেহ।

শনিবার (১৭ এপ্রিল) বাদ জোহর এই কিংবদন্তির জানাজা ও দাফন হবে রাজধানীর বনানী কবরস্থানে। তার আগে একইস্থানে মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়া হবে রাষ্ট্রীয় উদ্যোগে গার্ড অব অনার।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল থেকে লাইফ সাপোর্টে ছিলেন কবরী। তখন তার ছেলে শাকের চিশতী জানিয়েছিলেন, ‘মায়ের অবস্থা খুব বেশি ভালো নয়। হঠাৎ করে তার অক্সিজেন লেভেল কমে গেছে। ওঠা-নামা করছে। বিষয়টি আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি হাসপাতালেই অবস্থান করছি। সারাক্ষণ মায়ের খবর রাখছি। চিকিৎসকরাও নজর রাখছেন। সবার কাছে দোয়া যাই। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

উল্লেখ্য, গত ৫ এপ্রিল পরীক্ষায় কবরীর করোনা শনাক্ত হয়। সেদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান দেশ বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি... (এক নজরে কবরীর চলচ্চিত্রে আসা, দর্শকমাতানোর গল্প পড়তে ক্লিক করুন)

অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। পরিচালক হিসেবে নির্মাণ করেছেন সিনেমা৷ দীর্ঘ ১৪ বছর পর দ্বিতীয় সিনেমা তৈরিতে হাত দিয়েছিলেন। ‘এই তুমি সেই তুমি’ নামের ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ছিল ‘আয়না’।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়