বিনোদন ডেস্ক
আপডেট: ১৯:০৪, ১৯ এপ্রিল ২০২১
করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে শাকের
ছেলে শাকেরের সাথে কবরী
বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী মারা গেছেন গত শুক্রবার। এর দুই দিনের মধ্যেই করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কবরীর ছেলে শাকের চিশতী।
শাকের চিশতী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, রোববার রাত থেকেই তার শরীরে জ্বর। তিনি খাবারের স্বাদ গন্ধ পাচ্ছেন না। এতে কিছুটা ঘাবড়ে যান। পরে পরিবারের সদস্যদের পরামর্শে করোনা পরীক্ষা করান সরকারি একটি হাসপাতালে।
শাকের জানান, সরকারি সেই হাসপাতালে ভর্তি হতে না পেরে পরে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন। তার বুকের সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যানের ফলাফল এখনো হাতে আসেনি বলেও জানান শাকের।
কবরীর পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভালের দায়িত্ব পড়ে শাকের চিশতীর ওপর। মাকে নিয়ে হাসপাতালে যাওয়া থেকে শুরু করে সবই করেছেন শাকের চিশতী।
উল্লেখ্য, ১২ দিন করোনাভাইরাসের সাথে লড়াই করে পরাজয় মেনেছেন কবরী। শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে কবরীর বয়স ছিলো ৭০ বছর। তিনি রেখে গেছেন বাংলা সিনেমায় তার অসাধারণ অভিনয়, নির্মাণ ও মেধার পরিচয়।
এর পরের দিন অর্থাৎ শনিবার বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থানে কিংবদন্তি অভিনেত্রীকে দাফন করা হয়। শাকের তার বন্ধু ও কবরীর কাছের কয়েকজনকে নিয়েই মায়ের শেষ বিদায়ের কাজটি সম্পন্ন করেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে