বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৪৯, ২০ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত জিৎ
জিৎ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জিৎ নিজেই।
জিৎ লেখেন, 'সবাইকে জানাচ্ছি যে আমি করোনা পজিটিভ। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি৷ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করে নেয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। দ্রুতই দেখা হবে।’
এ মুহূর্তে জিৎ অভিনীত 'বাজি' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে৷ যাতে জিতের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশটিতে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ২ লাখ ৫৯ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই টিকা নেয়া যাবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে