বিনোদন ডেস্ক
আপডেট: ১৯:১২, ২০ এপ্রিল ২০২১
অস্কার
টিভি ক্যামেরা চালু থাকলে মাস্ক পরা বারণ!
অস্কার
লস অ্যাঞ্জেলস শহরতলীর ইউনিয়ন স্টেশনে আগামী ২৫ এপ্রিল বসবে অস্কারের আসর। সারা বিশ্বের কোটি কোটি দর্শক একসঙ্গে উপভোগ করবেন এই অনুষ্ঠানটি। কিন্তু করোনাকালীন এই অস্কারে আমন্ত্রিত অতিথিরা কেউই মাস্ক পরবেন না।
ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, যখন অনুষ্ঠানটির টিভি ক্যামেরা চালু থাকবে তখন অতিথিদের মাস্ক পরতে বারণ করা হয়েছে। তবে যখন অতিথিদের দিকে ক্যামেরা থাকবে না বা বিজ্ঞাপন বিরতি চলবে, তখন মাস্ক পরা যাবে।
জানা গেছে, মাত্র ১৭০ জন অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এবারের অস্কার। নির্দিষ্ট নিয়ম মেনে ও নির্দিষ্ট সময়ের জন্য অতিথিরা অনুষ্ঠানে প্রবেশ করবেন ও বের হবেন। মনোনয়ন পাওয়া তারকাদের দেওয়া হবে সময় সংক্রান্ত আউটলাইন।
অনুষ্ঠানে ঢোকার মুখে অবশ্যই তাপমাত্রা পরীক্ষা করাতে হবে। সঙ্গে দিতে হবে কমপক্ষে তিনটি কোভিড টেস্ট ফলাফল।
করোনার কারণে যুক্তরাষ্ট্রের তিনজন ও বিদেশের অল্প কয়েকজন ফটোগ্রাফার ও সাংবাদিক তখন উপস্থিত থাকবেন। সাক্ষাৎকারের সময় তাদের কমপক্ষে সাত ফুট দূরে অবস্থান করতে হবে। সঙ্গে থাকছে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের সুবিধা।
অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে।
অস্কারের ৯৩তম আসর
চলচ্চিত্র জগতের সম্মানজনক পুরস্কার অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এর আসর বসে। কিন্তু করোনার কারণে এ বছর পিছিয়েছে।
৯৩তম অস্কারে সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
অ্যাকাডেমির ১৭টি বিভাগের সংশ্লিষ্ট সদস্যদের ভোটে মনোনয়ন তালিকা চূড়ান্ত হয়েছে। যেমন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয়শিল্পীদের, পরিচালকরা পরিচালকদের, চলচ্চিত্র সম্পাদকরা একই পেশার শিল্পীদের ভোট দিয়েছেন। অ্যানিমেটেড চলচ্চিত্র ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বহু-শাখার স্ক্রিনিং কমিটির ভোটে।
৯৩তম আসরের মনোনয়ন প্রাপ্তদের নাম দেখতে ক্লিক করুন
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে