বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৩৪, ২৩ এপ্রিল ২০২১
বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর আর নেই
শ্রাবণ রাঠোর
বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শ্রাবণ রাঠোরের ছেলে জানান, কিছুদিন আগেই তার বাবার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিসও ছিল। এদিকে, করোনা সংক্রমণ তার ফুসফুসে ছড়িয়ে পড়েছিল। মৃত্যুর কয়েকদিন আগে ভেন্টিলেশনে নেয়া হয়েছিল শ্রাবণকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
সত্তর দশকে ভোজপুরি সিনেমার মাধ্যমে সঙ্গীত পরিচালক জুটি হিসেবে সফর শুরু করেছিলেন নাদিম-শ্রাবণ জুটি। কিন্তু বলিউডে তাদের পরিচিতি দেয় মিউজিক্যাল ব্লকবাস্টার ছবি ‘আশিকি’র মাধ্যমে। এই ছবির জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান নাদিম-শ্রাবণ জুটি।
এরপর ‘সাজন’, ‘ফুল অর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ‘ধারকান’, ‘রাজ’-এর মতো সিনেমায় নিজেদের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।
শ্রাবণ রাঠোরের মৃত্যুতে ভেঙে পড়েছেন নাদিম আখতার সাইফি। নাদিম বলেন, দীর্ঘদিনের সঙ্গী চলে যাওয়ায় তার জীবনে গভীর শূন্যতার সৃষ্টি হল।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে