বিনোদন ডেস্ক
আপডেট: ১৮:৫৯, ২৭ এপ্রিল ২০২১
করোনা পরিস্থিতি নিয়ে টুইট, সমালোচনার মুখে প্রিয়াংকা
প্রিয়াংকা চোপড়া
করোনা মহামারীর খারাপ সময় অতিবাহিত করছে ভারত। দেশটিতে সংক্রমণ আর মৃত্যু ঠেকাতে হিমশিম খাছে সরকার। ঠিক সেই সময়ের বলিউড সেলিব্রিটিরা অনেকেই যাচ্ছেন বেড়াতে। দেশ জুড়ে হাহাকার, আর্তনাদের শব্দ কারো কানেই পৌছাচ্ছে না। তবে এ নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টুইট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, হৃদয় ভাঙছে আমার। ভারত করোনার সঙ্গে যুদ্ধ করছে। আমেরিকা ৫৫০ মিলিয়ন টিকা পাঠাচ্ছে, যা প্রয়োজনের থেকেও বেশি। অ্যাস্ট্রজেনেকাকে বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ। তবে আমাদের দেশের অবস্থা সংকটজনক। জরুরি ভিত্তিতে ভারতের জন্য ভ্যাক্সিন দেয়া সম্ভব ভ্যাক্সলাইভ?
প্রিয়াংকার এই টুইটের পরেই শুরু হয়েছে সমালোচনা, ক্ষোভ-বিতর্ক। কেউ লিখেছেন, এই টুইটটা ২ সপ্তাহ আগে হলে ভালো হত। আপনার দেশের মানুষদের জন্য ভ্যাক্সলাইভের প্রচারের কারণে অপেক্ষা না করলেও হত।
আবার কেউ লিখেছেন, আমেরিকা এরইমধ্যে ভারতের জন্য ভ্যাক্সিনের কাঁচামাল পাঠাচ্ছে। এই টুইটটা আপনার গতকাল করা উচিত ছিল। কেউ আবার লিখেছে, আরে আব জাগে আপ।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে