বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:১২, ২৯ এপ্রিল ২০২১
ইরফান খান চলে যাওয়ার এক বছর
ইরফান খান
বলিউড অভিনেতা ইরফান খান। মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। আজ বৃহস্পতিবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার মৃত্যুর এক বছর পূর্ণ হলো।
অনেক দিনে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলছিলেন ইরফান খান। ২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইরফান খান চলে যাওয়ার মাত্র চারদিন আগে মারা যান তার মা সাইদা বেগম। কিন্তু লকডাউন থাকার কারণে মাকে শেষ দেখা দেখতে পারেননি ইরফান।
মায়ের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েন এই অভিনেতা। মাকে হারানোর শোক সামলাতে না পেরেই আবারও অসুস্থ হয়ে পড়েন। গত বছরের ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইরফান। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। প্রয়াত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
অভিনেতার মৃত্যুর পর প্রথম সাক্ষাৎকার দিয়েছেন তাঁর স্ত্রী সুতপা সিকদার ও ছেলে বাবিল খান। সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন অনেক কথাই। ‘অনেক আগে থেকেই মৃত্যু নিয়ে, মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে সে ভীষণ কৌতূহলী ছিল। অসুস্থ হওয়ার পর সে এক রকম সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দিয়েছিল। তবে এত দ্রুত চলে যেতে চায়নি,’ বলেন সুতপা। মৃত্যুর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর সঙ্গে ছিলেন বাবিল। সে স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘চলে যাওয়ার দুই দিন আগে আমার দিকে তাকিয়ে হাসতে হাসলে বলে, আমি মারা যাচ্ছি। এরপর সে অতল ঘুমে তলিয়ে পড়ে।’
দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। হিন্দি ভাষা ছাড়াও বিশ্বের নানান ভাষার ছবিতে তাকে দেখা গেছে।
ইরফান হলিউডের অস্কারজয়ী ‘লাইফ অফ পাই’য়ের মতো ছবিতে অভিনয় করেছেন। আবার তাকে দেখা গেছে বাংলাদেশি সিনেমায়ও। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। নিজের অভিনয়, গুণ, ব্যবহার সব কিছুর দ্বারাই ইরফান ভালোবাসা এবং সম্মান অর্জন করেছিলেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে