বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:০৮, ২৯ এপ্রিল ২০২১
মরণোত্তর দেহ দান করেছেন এস আই টুটুল
এস আই টুটুল
সব সময় মানবিক কাজের সঙ্গেও যুক্ত থাকেন সংগীতশিল্পী এস আই টুটুল। এবার তিনি আমেরিকায় মরণোত্তর দেহ দান করেছেন।
এস আই টুটুল বলেন, আমি চাই জীবনটাকে মানবকল্যাণে উৎসর্গ করতে। মরার পর দেহের অপ্রয়োজনীয় অংশটুকু দিয়ে একটা সমাধি হলেই চলবে। সেটা আমার পরিবার, ছেলেমেয়েরা দেখবে।
তিনি আরো বলেন, আমি আমার দেহটা দান করে দিয়েছি। যদি আমেরিকায় আমার মৃত্যু হয় তবে আমার চোখ থেকে শুরু করে শরীরের সব প্রয়োজনীয় অংশ তারা নিয়ে যাবে। আর যদি বাংলাদেশে মারা যাই তাহলেও যাতে একই কাজ করা হয় সেটার জন্য উপায় খুঁজছি।
টুটুল জানান, মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে। অনেক পাওয়াও থাকে। মরে যাওয়ার যে তৃপ্তিটা লাগে সেটা আমার হয়েছে। নিজের অতীত জীবনের গুনাহগুলো যেন মাফ নিয়ে মরতে পারি। আমার আল্লাহ এবং মানুষ যেন আমাকে মাফ করে দেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে