বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:০৪, ৩০ এপ্রিল ২০২১
আইসিইউ থেকে কেবিনে চিত্রনায়ক ফারুক
শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুককে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। অভিনেতার ছেলে রোশান হোসেন পাঠান গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরশু (বুধবার) বাবাকে কেবিনে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি খুব ধীর গতিতে হচ্ছে।’
দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। এক মাসেরও বেশি সময় ছিলেন অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে। চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছিলেন না।
এই অবস্থার মধ্যে কিছুদিন আগে গুজব ছড়িয়ে পড়ে, নায়ক ও সাংসদ ফারুক মারা গেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। তবে এই খবর একেবারেই সত্যি নয় বলে সে সময় অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ফারুকের মৃত্যুর খবরকে তারা গুজব বলে উড়িয়ে দেন। ক্ষোভ প্রকাশও করেন।
এরপর গত মঙ্গলবার ফারুক চোখে মেলে তাকান এবং কথাও বলেন। বহুদিন পর এই দৃশ্য দেখে আবেগে কেঁদে ফেলেন তার সহধর্মিণী ফারজানা হোসেন পাঠান। ফারুক-পত্মী গণমাধ্যমকে জানান, স্বামী অচেতন থাকা অবস্থায় প্রতিটি দিন তিনি কেঁদে কাটিয়েছেন আর আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করেছেন।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে