বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৪০, ৩০ এপ্রিল ২০২১
ঋষি কাপুর চলে যাওয়ার এক বছর
ঋষি কাপুর
জনপ্রিয় ভারতীয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দুই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন ঋষি কাপুর। যুক্তরাষ্ট্রে প্রায় এক বছর ক্যান্সারের চিকিৎসা নেওয়ার পর ২০১৯ সালে ভারতে ফিরে আসেন।
১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর জন্ম ঋষি কাপুরের। বাবা রাজ কাপুর ভারতের সিনেমার ইতিহাসে সবচেয়ে সম্মানিত অভিনেতা ও পরিচালকদের অন্যতম।
ছোটবেলা থেকেই ঋষি বলিউডের চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রটি ছিল ‘মেরা নাম জোকার’। ১৯৭০ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে বাবা রাজ কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেরা শিশু অভিনেতার জাতীয় পুরস্কারও জিতে নিয়েছিলেন।
ভারতের অন্যতম সেরা রোমান্টিক নায়ক ছিলেন ঋষি কাপুর
নায়ক হিসেবে ঋষি প্রথম অভিনয় করেন এর তিন বছর পর, ‘ববি’ চলচ্চিত্রে। সেই ‘ববি’ দিয়েই রোমান্টিক হিরো হিসেবে তুমুল জনপ্রিয়তা পান তিনি। জিতে নেন ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার। সেই থেকে শুরু। এরপর ২০০০ সাল পর্যন্ত ৯২টি চলচ্চিত্রে রোমান্টিক চরিত্রে অভিনয় করেন তিনি।
একক নায়ক হিসেবে তিনি ৫১টি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে মাত্র ১১টি হিট হয়। এগুলোর মধ্যে ‘ববি’ ছাড়াও আছে ‘লায়লা মজনু’, ‘সংগ্রাম’, ‘প্রেম রোগ’, ‘নাগিনা’, ‘হানিমুন’, ‘হেনা’, ‘বোল রাধা’ ইত্যাদি। তবে দ্বিতীয় বা তৃতীয় নায়ক হিসেবে তাঁর করা ৪১টি সিনেমার ২৫টিই সুপারহিট। ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত নীতু সিংয়ের সঙ্গে ঋষির জুটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁদের করা ‘ইনসান’, ‘জিন্দা দিল’, ‘দোসরা আদমি’, ‘পতি পত্নী অউর ওহ’, ‘অমর আকবর অ্যান্টনি’ বক্স অফিসে সাফল্য পায়।
স্ত্রী নীতু কাপুরের সাথে ঋষি কাপুর
একসঙ্গে ১৫ চলচ্চিত্রে কাজ করা ঋষি ও নীতু ক্রমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ১৯৮০ সালে তাঁদের বিয়ে হয়।
ঋষি কাপুরের সবশেষ চলচ্চিত্র ‘দ্য বডি’ মুক্তি পায় ২০১৯ সালের ডিসেম্বরে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে হলিউডের চলচ্চিত্র ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শেষ করে যেতে পারেননি।
ব্যক্তিজীবনে ঋষি ছিলেন ভীষণ আমুদে, খেতে ভালোবাসতেন। টুইটারে অকপটে নিজের মনের কথা জানাতেন, যা নিয়ে বহুবার বিতর্কও হয়েছে।
মৃত্যুর আগে ছেলে অভিনেতা রণবীর কাপুরের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন ঋষি কাপুর। কিন্তু তার আগেই পাড়ি জমান না ফেরার দেশে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে