বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:১৯, ৩ মে ২০২১
ভারতের দুর্দিনে এগিয়ে এলেন হলিউড তারকারা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। এমন সময়ে দেশটির পাশে দাঁড়িয়েছে বিশ্বের অনেক নেতা। এবার ভারতের দুর্দিনে এগিয়ে এলেন একঝাঁক হলিউড তারকারা।
হলিউড তারকা- ক্যাটি পেরি, রিচার্ড ম্যাডেন, শন মেন্ডেস, কুনাল নায়ার, লিলি সিং, লানা কনডর, এলেন ডিজিনিয়ার্স, মিন্দি কালিং, জাদা পিনকেট স্মিথসহ অনেক তারকাই এগিয়ে এসেছেন। তারা ত্রাণ সামগ্রী পাঠানোসহ সকলকে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয় গায়ক শন মেন্ডেস তারেক ভিডিও বার্তায় জানান, 'আপনারা যারা ভারতের সঙ্গে আছেন, তাদের সংস্কৃতির সঙ্গে আছেন, তারা দয়া করে ভারতের পাশে দাঁড়ান। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানোর ব্যবস্থা করুন।'
এলেন ডিজিনিয়ার্স তারেক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'ভারতের আমাদের সাহায্য প্রয়োজন। আমি এবং আমার বন্ধু মিলে ১ মিলিয়ন মার্কিন ডলার জোগাড় করার চেষ্টা করছি । আপনারা সবাই মিলে যদি সাহায্যের হাত বাড়ান, তাহলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে সমর্থন হব।'
রিচার্ড ম্যাডেন জানান, 'ভারতের পাশে থাকতে পেরে দারুণ স্বস্তিবোধ করছি। প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য।'
ক্যাটি পেরি তার এক টুইট বার্তায় লেখেন, 'ভারতের অবস্থা শোচনীয়। হাসপাতালও নতুন রোগী ভর্তি করে জায়গা দিতে পারছে না। আপনারা দয়া করে নিজেদের সামর্থ্য অনুযায়ী ভারতের পাশে দাঁড়ান। অক্সিজেন সিলিন্ডারসহ যেভাবে পারেন ভারতকে সাহায্য করুন। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে