বিনোদন ডেস্ক
আপডেট: ১৮:১৬, ৮ মে ২০২১
৪০ হাজার কর্মীর পাশে সালমান খান
সালমান খান
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা নাজেহাল। সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এমন অবস্থায় সরকারের পাশাপাশি ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছে নানা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেক্টরের তারকারা।
এবার করোনাকালে ত্রাণসামগ্রী পর অনুদান নিয়ে এগিয়ে আসলেন সালমান খান। বলিউড ইন্ডাস্ট্রির অসহায় শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন সালমান। ইন্ডাস্ট্রির ৪০ হাজার কর্মীকে অনুদান দিচ্ছেন তিনি।
সালমানের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সালমান খান বলিউডের প্রায় ৪০ হাজার কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ রুপি করে অনুদান দিচ্ছেন। এদের মধ্যে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ইন্ডাস্ট্রির রয়েছেন ২৫ হাজার কর্মী। বাকি ১৫ হাজার নারীকর্মী। তারা কাজ করছেন ফিল্মসিটির নানা স্টুডিওতে। শুধু অর্থই নয়, এক মাসের খাবার দাবারও তাদের তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন সালমান।
আগামী ১৩ই মে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি। ছবির প্রযোজক সংস্থা জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ এবং সালমান খান ফিল্মস জানিয়েছেন, ছবি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ করোনার ত্রাণের কাজে ব্যবহার হবে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে