বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:১৭, ১০ মে ২০২১
কঙ্গনার পোস্ট সরিয়ে দিয়েছে ইনস্টাগ্রামও
টুইটার থেকে বিতাড়িত হওয়ার পর ইনস্টাগ্রামে নিজেকে মেলে ধরার চেষ্টা করছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। তবে এখানেও যেন বিতর্ক তার পিছু ছাড়লো না। এবার তার একটি পোস্ট মুছে দিয়েছে ইনস্টাগ্রাম।
কঙ্গনা নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন শনিবার (৯ মে) সকালে। রবিবার সেই পোস্ট তুলে নেওয়া হয়।
শনিবার সকালে কঙ্গনা ইনস্টাগ্রামে নিজের সংক্রমিত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, “এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।”
“এই ভাইরাসকে ধ্বংস করবেন” উল্লেখ করে কঙ্গনা লেখেন, “এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে।”
এদিকে এই পোস্টটি মুছে দেওয়ার পর রবিবার দুপুরে কঙ্গনার নতুন পোস্ট করেন। তিনি জানান, তার আগের পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কঙ্গনা দাবি করেন, “নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এবারে জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে।” তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে