বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:২৫, ১০ মে ২০২১
‘ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম’, মৃত্যুর আগে অভিনেতার পোস্ট
রাহুল বোহরা
করোনাভাইরাসের সাথে লড়াইয়ে হেরে গেলেন অভিনেতা রাহুল বোহরা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে এক হতাশাজনক পোস্ট করেছিলেন। যাতে ট্যাগ করেছিলেন নরেন্দ্র মোদিকেও। কিন্তু শেষ রক্ষা হয় নি।
রোববার ফেসবুকে রাহুল বোহরার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক ও নাট্যকার অরবিন্দ গৌর।
করোনা আক্রান্ত হওয়ার পর ভর্তি হন দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। বাঁচতে চেয়েছিলেন অভিনেতা, কিন্তু পারলেন না! ‘মৃত্যুবার্তা’ আগাম বুঝতে পেরেছিলেন রাহুল। এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তার শেষ পোস্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ট্যাগ করে রাহুল বোহরা লিখেছিলেন, ভালো চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেতাম। শীঘ্রই জন্ম নেব। ভালো কাজ করব। দম ফুরিয়ে গিয়েছে।
গত সপ্তাহে অক্সিজেনের প্রয়োজন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রাহুল বোহরা। তিনি বলেছিলেন, আমি কোভিড পজিটিভ। ৪ দিন ধরে হাসপাতালে ভর্তি। এখানে অক্সিজেন ফুরাচ্ছে। অক্সিজেন পাওয়া যাবে এমন হাসপাতালের শয্যা ফাঁকা আছে কি? অসহায় হয়ে পড়েছি। তাই পোস্ট করতে বাধ্য হলাম।
ডিজিটাল প্ল্যাটফর্মে একজন পরিচিত মুখ ছিলেন রাহুল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির বহু তারকা। পরিচালক অরবিন্দ শোকপ্রকাশ করে লিখেছেন, ‘রাহুল বোহরা চলে গেল। আমার প্রতিভাশীল অভিনেতা আর নেই। গতকালই ও আমাকে বলছিল ভাল চিকিৎসা পেলে ওর জীবনটা বেঁচে যেত। দ্বারকার আয়ুষ্মানে ওকে শিফট করা হয়েছিল কাল। কিন্তু ওকে আমরা বাঁচাতে পারলাম না। আমাদের ক্ষমা করো। আমরা সবাই তোমার দোষী।’
উত্তরাখন্ডে জন্মগ্রহণ করেছিলেন রাহুল। বেশ পরিচিত অভিনেতা ও ইউটিউবার ছিলেন তিনি। ফেসবুক ১৯ লাখ ফলোয়ার ছিল তাঁর। দিল্লিতে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাহুল।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে