বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:২৮, ১০ মে ২০২১
করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়ের শারীরিক অবস্থার অবনতি
সন্ধ্যা রায়
করোনাভাইরাসে আক্রান্ত কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানা গেছে, ৮০ বছর বয়সী এই অভিনেত্রীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে গেছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ৮ মে সন্ধ্যায় সন্ধ্যা রায়ের অক্সিজেন স্যাচুরেশন লেভেল ছিলো ৯৬। যা রোববার বিকালে ৯৪ নেমে আসে।
সন্ধ্যা রায়ের পালস রেট ৬৮-র কাছাকাছি রয়েছে। রক্তচাপ সর্বোচ্চ ১৩০ এবং সর্বনিম্ন ৮০। বর্ষীয়ান এই অভিনেত্রীর সুগারের মাত্রাও ওঠানামা করছে।
করোনা ছাড়াও সন্ধ্যার শরীরে হাইপারটেনশন ও হাই ডায়াবেটিস রয়েছে। কিডনির সমস্যাও হচ্ছে। সেই কারণে ইউরিন, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম লেভেল টেস্ট করতে দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (৭ মে) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ৮ মে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে করোনা রিপোর্ট পজিটিভ আসলে একইদিন তাকে উডল্যান্ডে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রসূন মিত্রের নেতৃত্বে ৪ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রবীণ এই অভিনেত্রীর।
১৯৫০-এর দশকে অভিনয়ের জগতে পা রাখেন সন্ধ্যা রায়। রাজেন তরফদারের ‘অন্তরীক্ষ’ তার প্রথম ছবি। দর্শকদের কাছে ‘পাশের বাড়ির মেয়ে’ ইমেজে জনপ্রিয় হন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে গঙ্গা, মায়ামৃগ, পলাতক, বাঘিনী, আরোগ্য নিকেতন, ঠগিনী ও বাবা তারকনাথ।
বাংলাদেশের পর্দায় দেখা গেছে সন্ধ্যা রায়কে। ১৯৭৬ সালে করেন আনোয়ার হোসেনের বিপরীতে রাজেন তরফদার পরিচালিত ‘পালঙ্ক’, যা ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। ১৯৮৭ সালে কাজী জহির পরিচালিত ‘ফুলের মালা’ ছবিতে অভিনয় করেন, বিপরীতে ছিলেন আলমগীর।
২০১৪ সালে সন্ধ্যা রায় মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মনোনীত হন। বিপুল ভোটে জিতে অভিনেত্রী লোকসভার সংসদ সদস্য হন। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আর দাঁড়াননি আর।
পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করলেও সন্ধ্যা রায়ের পৈতৃক বাড়ি ছিল যশোরে। এখানে তিনি কিছুদিন ছিলেনও, ১৯৫৭ সালে আবার কলকাতা ফিরে যান।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে