বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:৩৬, ১৬ মে ২০২১
করোনায় আক্রান্তদের সেবায় যীশুর ‘সেফ হোম’
যীশু সেনগুপ্ত
করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় পশ্চিমবঙ্গের কলকাতা শহরে নিজের উদ্যোগে ‘সেফ হোম’ চালু করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত।
রোববার সকালে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে যীশু জানিয়েছেন, লেক মার্কেট এলাকার একটি বাড়িতে তিনি করোনা আক্রান্তদের সেবা দেবেন। আগামী মঙ্গলবার থেকে সেখানে রোগী ভর্তি শুরু হবে।
জানা গেছে, বাড়িটিতে পরিষ্কার-পরিচ্ছন্ন ২০টি বেড রয়েছে। অক্সিজেন সিলিন্ডারও ২০টি। জোগাড় করেছেন আরও যন্ত্রপাতি।
এবিপি আনন্দের একটি ভিডিওতে যিশুকে বলতে শোনা গেছে, ‘এপ্রিলের মাঝামাঝি বিষয়টি আমার মাথায় এসেছিল।’
যিশু এরপর পরিচিত একজনকে ফোন করে বাড়ি খুঁজতে বলেন। কিন্তু কিছুতেই তারা ম্যানেজ করতে পারেননি।
পরে স্থানীয় বিধায়ককে ফোন করেন। তিনি এক-দুদিন সময় নিয়ে পরের দিনই যিশুকে একটা বাড়ি দেন।
ফোনে বলেন, ‘যিশু তোমার পুরোনো পাড়ায় একটা বাড়ি আছে। ওটা নিয়ে যাও।’
শনিবার সেফ হোমটি দেখতে যান বিধায়ক দেবাশীষ কুমার। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারি। শুনেই ওদের সাহায্য করতে চেয়েছি। এর থেকে ভালো উদ্যোগ আর হতে পারে না।’
ভারত করোনার চলমান ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত। সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃত্যু ফের চার হাজার ছাড়িয়ে গেছে।
শনিবার দৈনিক শনাক্ত নেমেছিল ৩ লাখ ২৬ হাজারে। রোববার তা আরও কিছুটা কমে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে। এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে