বিনোদন ডেস্ক
আপডেট: ১৯:২৭, ১৭ মে ২০২১
মিস ইউনিভার্সের মুকুট উঠল আন্দ্রেয়া মেজার মাথায়
আন্দ্রেয়া মেজা
৬৯তম মিস ইউনিভার্সের খেতাব জিতলেন মেক্সিকোর প্রতিযোগী আন্দ্রেয়া মেজা। মিস ইউনিভার্স শিরোপা জয়ী তিনি তৃতীয় মেক্সিকান।
রোববার হলিউডে বিজয়ী ঘোষণা করার পর আন্দ্রেয়া মেজাকে মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি।
টেলিভিশন ব্যক্তিত্ব অলিভিয়া কুলপো এবং মার্কিন অভিনেতা মারিও লোপেজের উপস্থাপনায় ফাইনাল রাউন্ডে ২৬ বছর বয়সী মেজা ব্রাজিলিয়ান এবং পেরুভিয়ান প্রতিযোগীদের পেছনে ফেলেন।
মডেলিং-এর পাশাপাশি আন্দ্রেয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি লিঙ্গবৈষম্য এবং লিঙ্গ সহিংসতা সম্পর্কে বেশ সোচ্চার। এমনকি প্রতিযোগিতার সময় তিনি কিছু কঠোর বক্তব্য রেখেছিলেন সেসব নিয়ে।
তার দুই ছোট বোন রয়েছে। তারা চীনা বংশোদ্ভূত। ২০১৭ সালে অটোনোমাস ইউনিভার্সিটি অব চিহুয়াহুয়া থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন করেন তিনি।
খেতাব জয়ের পর মেজা নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেক্সিকান ভাষায় লিখেছেন, ‘মেক্সিকো, এটা তোমার জন্য।’
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিবৃতিতে মেজা বলেন, ‘আজ রাতে যাদের সঙ্গে দাঁড়িয়েছি, তার জন্য আমি গর্বিত। স্বপ্ন সত্যি হয়েছে আমার। আমার মেধা দিয়ে পৃথিবীর কল্যাণে কাজ করতে চাই।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে