বিনোদন ডেস্ক
আপডেট: ২২:৩৮, ১৭ মে ২০২১
সাংবাদিককে অপহরণের হুমকি, নোবেলের বিরুদ্ধে জিডি
নোবেল ও আল কাছির
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত নোবেলের বিরুদ্ধে সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে অপহরণের হুমকি দেয়ায় অভিযোগ উঠেছে। এর জেরে নোবেলের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। যার নাম্বার ৭০৩।
সোমবার (১৭ মে) বিকাল সাড়ে তিনটায় সময় টিভির প্রশাসন ও পরিচালনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সৈয়দ আসাদুজ্জমানের লিখিত আবেদনের প্রেক্ষিতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জিডির আবেদন গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আল কাছির নিজেই।
ডায়েরিতে উল্লেখ করা হয়- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় নিজের ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে নোবেল। সম্প্রতি নগরবাউল জেমস, জনপ্রিয় সুরকার ইথুন বাবু এবং সঙ্গীতশিল্পী তাপসকে নিয়েও কূরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে। সবশেষ নোবেল তার ফেসুবকে নিজের মৃত্যু তারিখ ঘোষণা করে স্ট্যাটাস দেয়। পেশাগত দায়িত্ব হিসেবে সময় টিভির প্রতিবেদক আল কাছির বিষয়টি নিয়ে নোবেলের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেন।
রোববার (১৬ মে) দিনগত রাত ১২ টা ৪৫ মিনিটে নোবেলের ব্যক্তিগত নাম্বারে ফোন করেন তিনি। পরিচয় পাওয়ার পর নোবেল অকথ্য ভাষায় গালাগালি করে ফোন কেটে দেন। তারপর ১২টা ৪৮ মিনিটে নোবেল নিজেই প্রতিবেদক কাছিরকে ফোন করে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে জেলে নেয়ার হুমকি দেন। এ সময় তিনি প্রথম আলো, চ্যানেল ২৪ সহ দশ সাংবাদিককে জেলে নেয়ার হুমকিও দেন।
হুমকি প্রদান করে তিনি বলেন, নোবেল কে তুই চিনিস? নোবেল কী শিল্পী? নোবেল কিন্তু ক্যাডার। ফোনে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তার আপন শালা বলে উল্লেখ করেন নোবেল। শুধু তাই নয়। সরকারের একটি গোয়েন্দা সংস্থা দিয়ে প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি প্রদান করেন।
এর আগে নোবেল সড়ক দুর্ঘটনার একটি গল্প শুনিয়েছিলেন। কিন্তু তা ছিল মিথ্যা। সময় নিউজ সে ঘটনার সত্য প্রকাশ করেছিল। তারপর বেশ চটেছেন নোবেল। হয়ত সে রাগ থেকেই তিনি এমন আচরণ করেছেন বলে মনে করেন নোবেলের কাছ থেকে হুমকি পাওয়া সাংবাদিক আল কাছির।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে