বিনোদন ডেস্ক
আপডেট: ২০:১০, ২০ মে ২০২১
করোনায় মা হারালেন অরিজিৎ সিং
মায়ের সঙ্গে অরিজিৎ
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টানতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। ভাইরাসটির প্রকোপে হাজার হাজার পরিবার হারিয়ে ফেলছে তাদের প্রিয়জনদের। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মা হারিয়েছেন তিনি।
বুধবার রাত ১১ টায় মারা যান অরিজিৎ সিং-এর মা অদিতি সিং। করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে করোনার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শেষ রক্ষা হয় নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭।
হাসপাতালে জনপ্রিয় গায়ক অরিজিতের মা ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে, সঙ্গে চলছিল একমো সাপোর্ট। চলছিল কিডনি ডায়ালাইসিসও। ধীরে ধীরে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। তার মাঝে হয় ব্রেন স্ট্রোক। সেখান থেকেই শরীরের অবনতি।
পরে গতকাল রাত ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন অদিতি সিং। বৃহস্পতিবার সকাল ৫টার দিকে অদিতি সিং-এর মরদেহ মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়।
প্রয়োজন হয় রক্তের। এ নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। বিরল ব্লাড গ্রুপ হওয়ায় তা পাওয়া ছিল চ্যালেঞ্জ। এগিয়ে আসেন বেশ কয়েকজন। রক্ত দেয়ার পর অবস্থার একটু উন্নতিও হয়েছিল। সঙ্গে ছিলেন অরিজিৎ ও তার স্ত্রী কোয়েল। এরপরই একের পর এক সমস্যা দেখা যেতে থাকে তার শরীরে। অবশেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তার। মাকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিৎ ও বোন অমৃতা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে