বিনোদন ডেস্ক
আপডেট: ০০:১৮, ২ জুন ২০২১
অনন্ত জলিলের ভবনে এডিস মশার লার্ভা
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী মশার উপস্থিতি পাওয়া গেছে অভিনেতা এবং ব্যবসায়ী অনন্ত জলিলের একটি নির্মাণাধীন ভবনে। এ জন্য ভবনটির ইঞ্জিনিয়ারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি কপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে উদয়াচল পার্ক ও খেলার মাঠে দশ দিনব্যাপী মশকনিধন অভিযান উদ্বোধন করা হয়। পরে ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করপোরেশনের অভিযানে ডোম-ইনো নামের একটি ডেভলপার্স প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনেও ডেঙ্গুর উপস্থিতি পায় ডিএনসিসি। এসময় কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর আগেও একই অপরাধে গত বছর জরিমানা গুনতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।
অভিযানে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে মশক নিধনে চিরুনী অভিযান, ডোম-ইনোকে তিন লাখ টাকা জরিমানা এবং অনন্ত জলিলের নির্মাণাধীন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে দেয়া হয়েছে ৬ মাসের কারাদণ্ড।’
মেয়র জানান, করপোরেশনের উদ্যোগে নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১০ দিনব্যাপী মশক নিধন চিরুনী অভিযান চলবে। তবে, শুক্রবার অভিযান বন্ধ থাকবে।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে