বিনোদন ডেস্ক
আপডেট: ০০:৩১, ৮ জুন ২০২১
পাকিস্তানি সিরিয়ালে রবীন্দ্রসংগীত (ভিডিও)
পাকিস্তানের সিরিয়ালে গাওয়া হয়েছে রবীন্দ্রসংগীত। পরিষ্কার বাংলা উচ্চারণে গাওয়া হয়েছে, আমারও পরাণ যাহা চায়। হ্যাঁ, এমনই ভিডিও ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। যা দেখে উচ্ছ্বসিত বাঙালি দর্শকরা।
ফেসবুকে ভিডিওটি যিনি শেয়ার করেছেন, তিনি আবার ইনস্টাগ্রাম লিংক দিয়েছে। যাতে দেখা যায় ভিডিওটি বেশ পুরনো। নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি পরিচালক মেহরিন জাব্বার সাদা-কালো ভিডিওটি শেয়ার করেছিলেন। তার পরিচালিত ‘দিল কেয়া করে’ ধারাবাহিকে ব্যবহার করা হয়েছিল গানটি।
২০১৯ সালে পাকিস্তানের টেলিভিশনে জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটি। ক্যাপশনে মেহরিন জানিয়েছেন, শর্বরী পাণ্ডে গানটি গেয়েছিলেন। ভিডিওয় ধারাবাহিকের যে চার মুখ্য চরিত্রের নাম ট্যাগ করা হয়েছে তারা হলেন ফিরোজ খান, ইয়ামনা জেইদি, মারিয়াম নাফিজ এবং জেইন বেগ।
পুরনো এই ভিডিওটিই চলতি বছরের ৩ জুন টুইটারে শেয়ার করেছেন আদিল হোসেন নামে এক ব্যক্তি। তাতেও প্রায় দেড়শজন রিটুইট করেছেন।
আবার একই দিনে ইউটিউবে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি রঙিন। সেখানে আবার নায়কের অনুরোধে নায়িকা তাকে, ‘আমারও পরাণ যাহা চায়’ গানটি শোনাচ্ছে।
এই ভিডিও দেখেই উচ্ছ্বসিত বাঙালি দর্শকরা। কেউ স্পষ্ট উচ্চারণের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন, অসাধারণ… রবি ঠাকুর আমাদের সবার…মিউজিকের কোনো বর্ডার হয় না।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে