বিনোদন ডেস্ক
আপডেট: ২২:২২, ৯ জুন ২০২১
এবার পাকিস্তানি ধারাবাহিকে ‘পরের জায়গা পরের জমি’ (ভিডিও)
ভিডিও থেকে সংগৃহীত
রবীন্দ্রসংগীতের পর এবার পাকিস্তানি ধারাবাহিকে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আব্দুল আলিমের গাওয়া এবং আরেক কিংবদন্তি সঙ্গীতব্যক্তিত্ব আব্দুল লতিফের লেখা বিখ্যাত লোকগীতি ‘পরের জায়গা পরের জমি’ গান। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, সাইফ হাসান পরিচালিত ‘সাঙ্গ এ মর মর’ ধারাবাহিকে একটি নারী চরিত্র ‘পরের জায়গা পরের জমি’ গানের তালে তালে বৃষ্টিতে নাচ করছে।
এই ভিডিও দেখে বিশ্বকবি রবি ঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ এর পর ফের পাকিস্তানি ধারাবাহিকে বাংলা গান জায়গা পাওয়ায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।
সম্প্রতি পাকিস্তানের হিন্দি সিরিয়াল 'দিল কেয়া করে'তে রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার পরান যাহা চায়’ গানটি ব্যবহার করা হয়। যা ইতিবাচকভাবে নিয়েছিলেন নেটিজেনরা।
তবে এবার ‘পরের জায়গা পরের জমি’ গানটি ব্যবহারের পর একে বাংলাদেশি দর্শক টানার কৌশল বলে মনে করছেন অনেকে।
এক নেটিজেন সেই ভিডিও টুইট করেছেন। সেই টুইটের মন্তব্য বাক্সেই কয়েকজন জানিয়েছেন, বাংলাদেশি দর্শকদের পাক ধারাবাহিকের দিকে নজর টানার জন্যই এই কৌশল।
তবে এই ধারাবাহিকের বয়স কম নয়। সম্প্রতি নেটমাধ্যমের বদৌলতে তা সামনে উঠে আসছে। 'সাঙ্গ এ মর মর' ধারাবাহিকটি ২০১৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সম্প্রচারিত হয়েছিল। সে ক্ষেত্রে ওই ধারাবাহিকের সাম্প্রতিক সময়ে বাংলাদেশি দর্শক টানার প্রশ্নই ওঠে না।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে